Logo
×

Follow Us

ইউরোপ

পতনের মুখে অবরুদ্ধ খারকিভ শহর, চলছে রুশ বিমান হামলা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ মার্চ ২০২২, ১০:৫৬

পতনের মুখে অবরুদ্ধ খারকিভ শহর, চলছে রুশ বিমান হামলা

খারকিভ শহরে রুশ হামলা বেড়েছে। ছবি : বিবিসি

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় পতনপ্রায় অবরুদ্ধ শহর খারকিভে আকাশ থেকে রুশ ছত্রীসেনারা নেমে আসছে বলে নিশ্চিত করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী।

তারা বলছে, খারকিভের বিমান হামলার সাইরেন বেজে ওঠার পরপরই আকাশ থেকে হামলা চালানো শুরু হয়।

স্থানীয় সময় আজ বুধবার (২ মার্চ) ভোর ৬টার দিকে রুশ ভাষাভাষী শহরটিতে হামলার ঘটনা ঘটে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, রুশ সৈন্যরা একটি স্থানীয় সামরিক হাসপাতালে হামলা চালিয়েছে এবং সংঘাত চলমান রয়েছে।

ইউক্রেনে সাম্প্রতিক যে সহিংসতা হচ্ছে তার একটি কেন্দ্রে পরিণত হয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ।

গতকাল মঙ্গলবার (১ মার্চ) শহরের একটি স্থানীয় সরকারের কার্যালয়ে মিসাইল হামলা হয়। এতে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আশপাশের ভবন ও গাড়ি আগুনে পুড়ে যায়।

পরে শহরের একটি আবাসিক এলাকায় হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেন।

শহরের জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার খারকিভে অন্তত ১৭ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। 

এদিকে আজ সকালে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খারসনের পতন হয়েছে। শহরের সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, সাঁজোয়া যান নিয়ে রুশ সেনারা খারসন শহরের রাস্তা টহল দিচ্ছে। -বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫